ইন্দিরার নামে ভুয়া ফেসবুক আইডি, নিষ্ক্রিয় না হলে মামলা
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। শুধু তাই নয়, ওই অ্যাকাউন্ট থেকে করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা চাওয়া হচ্ছে।
এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে কার্যক্রম চলমান থাকলে মামলা করা হবে বলে প্রতিমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা কোনো ফেসবুক অ্যাকাউন্ট, পেইজ বা গ্রুপ ব্যবহার বা পরিচালনা করেন না। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি (Fazilatun Nessa Indira MP) বা অন্য কোন নামে ফেসবুক অ্যাকাউন্ট পরিচালিত হয় না।
এতে আরও বলা হয়, সম্প্রতি Fazilatun Nessa Indira (ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি) নামক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে গরিব-অসহায় মানুষকে সাহায্য করার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণরূপে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনি।
‘যদি কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠান প্রতিমন্ত্রীর নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট, আইডি, পেইজ বা কোনো গ্রুপ পরিচালনা করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লক্ষ্যে সাহায্য চেয়ে কোনো পোস্ট বা আবেদন করে থাকে, তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশে প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিমন্ত্রী সকলকে এ বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
‘Fazilatun Nessa Indira (ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি)’ ফেসবুক পেইজে গিয়ে দেখা গেছে করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত ছুটির মধ্যে দরিদ্রদের সহায়তা দেয়ার ছবি সম্বলিত পোস্ট।
সেখানে গত ২৬ মার্চ রাত ১১টা ৫ মিনিটে প্রতিমন্ত্রীর বসে থাকা ছবিসহ একটি পোস্ট দেয়া হয়। সেখানে লেখা হয়, ‘যারা স্বেচ্ছায় গবীর-অসহায় মানুষের সাহায্য করতে চান তারা কমেন্ট বক্সে যোগাযোগ (নক) করুন। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোর (যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা) অধিকাংশ মানুষ গরীব, অসহায়। যারা একদিন কাজ না করলে পরিবারের মুখে খাবার তুলে দিতে পারে না, সরকার সাধ্যমতো চেষ্টা করছে তাদের কাছে খাদ্যদ্রব্য পৌছে দিতে।’
পোস্টে আরও লেখা হয় ‘তারপরেও আমরা যারা স্বেচ্ছায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই (মাস্ক, ঔষধ, সাবান, খাদ্যদ্রব্য) সহ অন্যান্যভাবে সাহায্য করতে চান তারা কমেন্ট বক্সে যোগাযোগ করুন।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। অ্যাকাউন্টটি থেকে কর্মকাণ্ড চলতে থাকলে মামলা করা হবে বলে মামনীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন।’
আরএমএম/এসআর/পিআর