নিম্নবিত্তদের মাঝে মাস্ক বিতরণ ও বাজার তদারকি ভোক্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণসহ বাজার তদারকি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অধিদফতরের পাঁচটি টিম মাস্ক বিতরণ কার্যক্রম ও বাজার তদারকি করে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত উদ্যোগে দেয়া ৩০ হাজার মাস্কের মধ্যে আজ পাঁচ হাজার বিতরণ করা হয়।

এছাড়া আজ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহার নেতৃত্বে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ও সুপারশপে তদারকি করা হয়।

jagonews24

ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পরিচালনায় ভোক্তা অধিদফতরের তিনটি টিম ও অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের তিনটি টিম রাজধানীর ১৪টি বাজারে শিশুখাদ্য, সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের খুচরা প্রতিষ্ঠানে দিনব্যাপী অভিযান পরিচালনা করে।

বাজারগুলো হলো- মোহাম্মদপুর টাউন হল বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, শুক্রাবাদ বাজার, হাতিরপুল বাজার, মালিবাগ বাজার, ওয়ারী বাজার ও নাজিরাবাজার।

এ সময়ে বিক্রয় মূল্যে কারসাজি ও পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, পণ্যের মোড়কে মূল্য না উল্লেখ করা, মূল্যতালিকা প্রদর্শন না, নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় পাঁচটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, মন্ত্রণালয়ের মনিটরিং টিম তদারকি করেন সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল, মাগফুর রাহমান ও প্রণব কুমার প্রামাণিক।

অভিযানকালে ভোক্তারা যাতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য ক্রয় করে মজুত না করেন সে বিষয়ে সকলকে আহ্বান জানানো হয়। এছাড়া ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

কোনো একক ব্যক্তির কাছে অতিরিক্ত পরিমাণে পণ্য বিক্রয়ের জন্য নিরুৎসাহিত করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে অধিদফতর থেকে জানানো হয়।

এসআই/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।