৫০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিল ঢাকা জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ৩১ মার্চ ২০২০

করোনারভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা প্রশাসন। এই খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি করে চাল, পাঁচ কেজি আলু ও দুই কেজি করে মসুর ডালের প্যাকেট।

মঙ্গলবার বিকেলে শ্যামপুর বালুর মাঠে এসব বিতরণে জেলা প্রশাসনের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো. চেয়ারম্যান ও ঢাকা- ৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। এ ছাড়া ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুজ্জামান, এসিল্যান্ড সাদিয়া শাহনাজ, নির্বাহী ম্যাজিস্টেট হাসান মারুফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, ৫২ নং ওয়ার্ড কাউন্সিল ও কদমতলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও শ্যামপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ, সাংবাদিক সুজন দে, জাপা নেতা শেখ মাসুক রহমান ও ইব্রাহিম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রাণসামগ্রী বিতরণে আগে সংক্ষিপ্ত বক্তব্যে জাপার কো. চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া খাদ্যসামগ্রী রাজধানীর সব অসহায় মানুষের মাঝে সুষম বণ্টন করছে ঢাকা জেলা প্রশাসন। কিন্তু করোনার কারণে রাজধানীতে কর্মহীন হয়ে পড়া সব মানুষের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌঁছানো প্রায় অসম্ভব। তাই আমাদের মতো জনপ্রতিনিধিদের উচিত নিজের ব্যক্তিগত পক্ষ থেকে সাধ্যমতো অসহায় মানুষকে সাহায্য করা। এ ছাড়া সমাজের সব বিক্তশালীর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এখনই উত্তম সময়।’

এইউএ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।