ভারতে আটকে পড়ারা ভিসার মেয়াদ বাড়াবেন যেখানে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩২ পিএম, ৩১ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে ভারতে আটকে পড়াদের ভিসার মেয়াদ শেষ হলে তা বাড়ানো যাবে। এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে। চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিনা ফিতে এটি করা যাবে। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশে হাইকমিশন আজ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, ভারতে চিকিৎসার জন্য গিয়ে সেখানে শত শত বাংলাদেশি আটকা পড়েছেন। সেইসব রোগী ও তাদের আত্মীয়-স্বজন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে জাগো নিউজ। এরপর সরকারের পক্ষ থেকে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। কিস্তু প্রক্রিয়াগত কারণে তাদের ফিরিয়ে আনা সময়সাপেক্ষ বলে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অনলাইনে ভিসার মেয়াদ বাড়াতে হলে অবিলম্বে হাতে সময় রেখে অনলাইনে FRRO এ আবেদন করুন। ওয়েবসাইটের ঠিকানা https://indianfrro.gov.in/eservices/home.jsp

সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে টাকা আনার প্রয়োজন হলে দেশে বৈদেশিক বৈধ লেনদেনকারী ব্যাংক শাখা/অথরাইজ ডিলার এক্সচেঞ্জ হাউসের সাথে যোগাযোগ করতে পারেন। বহির্মুখী টাকা প্রেরণের ক্ষেত্রে ইতঃপূর্বে আরোপিত শর্ত শিথিল করা হয়েছে এবং বিদেশে প্রয়োজনী অর্থ প্রেরণে আর কোনো বাধা নেই।

যারা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তারা সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে ক্রেডিট লিমিট বাড়িয়ে নিতে পারবেন। এ সকল বিষয়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এইচএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।