চট্টগ্রামে রোগী কমেছে আইসোলেশনে, বেড়েছে করোনা পরীক্ষা
চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আজ নতুন করে ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৫ মার্চ থেকে করোনা পরীক্ষা শুরুর পর আজই এত বেশি সংখ্যক রোগীর নমুনা পরীক্ষা করা হলো। এছাড়া করোনা রোগী চিকিৎসার জন্য নির্ধারিত দুটি হাসপাতালের মধ্য শুধু চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে একজন রোগী ভর্তি আছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে চট্টগ্রামে সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, ‘করোনাভাইরাসের বিস্তাররোধে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত দুজন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে আমরা আজ থেকে রোগীর নমুনা পরীক্ষার সংখ্যা বাড়িয়েছি। আজ নতুন করে ১৪ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৫৫ জনের নমুনা পরীক্ষা করেছে বিআইটিআইডি।’
শেখ ফজলে রাব্বি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা হলো- প্রতি উপজেলা থেকে অন্তত দুজন করে প্রতিদিন মোট এক হাজার মানুষের করোনা পরীক্ষা করাতে হবে। তবে চট্টগ্রামে আইসোলেশনে থাকা রোগী সংখ্যা কমেছে। শুধু চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে একজন রোগী ভর্তি আছেন। তিনি একজন প্রবাসী। মূলত ডায়াবেটিসসহ বিভিন্ন সমস্যার কারণে তাকে ভর্তি রাখা হয়েছে।’
সিভিল সার্জন জানান, বর্তমানে ৮৭১ জন বিদেশফেরত ব্যক্তি কোয়ারেন্টাইনে আছেন। কোয়ারেন্টাইন পূর্ণ করেছেন ১০২ জন।
আবু আজাদ/বিএ/পিআর