কল পেলে বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেবে ডিএসসিসি
লোকলজ্জায় লাইনে দাঁড়িয়ে খাদ্য নিতে অনাগ্রহী নাগরিকদের হটলাইনে কল পেয়ে, সেই বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিস)। শনিবার বিকেলে নগর ভবনের সামনে এ সংক্রান্ত কার্যক্রম শুরু করেন সংস্থার মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
এ সময় তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৫০ হাজার পরিবারের মাঝে এক মাস নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। গতকাল আমরা ২০টি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করেছি। এ ছাড়াও আমাদের শহরে যারা ভাসমান রিকশাচালক রয়েছেন তাদের মাঝেও আমরা খাদ্যসামগ্রী বিতরণ করেছি।
মেয়র আরও বলেন, আমরা ইতোমধ্যে বেশ কিছু কল রিসিভ করেছি। আমরা অল্প পরিসরে আজ থেকে সার্ভিসটি চালু করেছি। গতকাল পর্যন্ত ৪৫০টি কল রিসিভ করেছি। আজ আরও অনেক ফোন এসেছে। সেগুলোর তালিকা করেছি। আজ থেকে আমাদের ডিস্ট্রিবিউশন শুরু হবে। যেগুলো বাকি থাকবে আমরা সেগুলো আগামীকাল পৌঁছে দেব। মাসব্যাপী আমাদের এ কার্যক্রম চলবে।
সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন শহরে এমন লোক রয়েছেন, যারা লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে লাইনে দাঁড়িয়ে বা কাউন্সিলর অফিস থেকে খাদ্যসামগ্রী নিতে অস্বস্তি বোধ করেন। প্রধানমন্ত্রী বলেছেন, তাদের তালিকা করে বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য। তার নির্দেশনা অনুযায়ী আমরা হটলাইন চালু করেছি। যারা আমাদের ফোন করছেন, আমরা তাদের বাসায় আজ থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এএস/এনএফ/জেআইএম