কোয়ারেন্টাইন পূর্ণকারীদের সনদ দিচ্ছে সিএমপি
বিদেশ ফেরত প্রবাসী ও ওমরা ফেরতদের মধ্যে যারা কোয়ারেন্টাইন পূর্ণ করেছেন তাদের ধন্যবাদ স্বরূপ ‘হোম কোয়ারেন্টাইন সমাপ্তিকরণ’ সার্টিফিকেট দিচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শনিবার (৪ এপ্রিল) নগরীর বিভিন্ন থানা এলাকায় হোম কোয়ারেন্টাইন শেষ করা ব্যক্তিদের বাসায় এ সনদপত্র পৌঁছে দেয়া হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার জাগো নিউজকে বলেন, সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন শেষ করায় তাদের ধন্যবাদ স্বরূপ ‘হোম কোয়ারেন্টাইন সমাপ্তিকরণ’ সার্টিফিকেট দেয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। প্রতি থানার ১০ জন করে আজ মোট ১৬০ নাগরিকের বাসায় এ সনদপত্র পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও জর্ডানে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসা পুলিশের বিভিন্ন স্তরের ২৫ কর্মকর্তা ও সদস্যকেও এ সনদ দেয়া হয়েছে। পর্যায়ক্রমিক ভাবে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
এর আগে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের বাসায় ফলমুল পাঠিয়ে প্রশংসিত হয়েছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
আবু আজাদ/এএইচ/জেআইএম