দেশীয় পণ্য উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:১৫ এএম, ০৫ এপ্রিল ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমগ্র বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে রফতানি খাতের পাশাপাশি দেশীয় পণ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে তিনি দেশীয় পণ্য উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার (৫এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের রয়েছে আশ্চর্য় এক সহনশীল ক্ষমতা। রয়েছে ঘাত-প্রতিঘাত সহ্য করে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যে জাতি মাত্র ৯ মাসে দেশের স্বাধীনতা অর্জন করতে পারে, যদি বিজয় অর্জন করতে পারে, সে জাতিকে কেউ কখনও দাবায়ে রাখতে পারবে না, এটা জাতির পিতা নিজেই বলে গেছেন।

আমরা জাতির পিতার সেই অমর বাণী বুকে ধারণ করে এগিয়ে যাবো, এটাই আমাদের লক্ষ্য। আল্লাহ বিশ্ববাসীকে মহামারি থেকে রক্ষা করুন সেটাই আমরা চাই।

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।