মুক্তিযোদ্ধাদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৫ এপ্রিল ২০২০

অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনের নেতা-কর্মীরা।

সারাদেশে অপেক্ষাকৃত অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের তালিকা করে সংগঠনের স্থানীয় নেতাদের মাধম্যে ‘উপহার’ হিসেবে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, আটা, সাবান ও ডিটারজেন্ট রয়েছে।

নেতারা সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ও সতর্কতার সঙ্গে উপহার সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার আহ্বান জানান। এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের সামাজিক আত্মসম্মানও যাতে অক্ষুন্ন থাকে সেদিকে বিশেষ নজর রাখার আহ্বান জাননো হয়।

এইচএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।