করোনা সংক্রান্ত তথ্য পেতে সরকারের নতুন ওয়েবসাইট
করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সহজলভ্য করার জন্য সরকার নতুন ওয়েবসাইট চালু করেছে। এই ওয়েবসাইটের ঠিকানা www.corona.gov.bd।
করোনা সংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় পরামর্শ ও সাম্প্রতিক তথ্য দ্রুত পেতে এই ওয়েবসাইট কার্যকর ভূমিকা রাখবে বলে রোববার এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
এছাড়া জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট হলে যেকোনো ব্যক্তি আগের মতোই স্বাস্থ্য অধিদফতরের ৩৩৩ বা ১৬২৬৩ নম্বরে ফোন করে সেবা নিতে পারবেন।
স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) রোববারের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন একজন।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ হয়েছেন ৩৩ জন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে।
আরএমএম/বিএ/এমএস