করোনা রোগী শনাক্ত : কেরানীগঞ্জ মডেল টাউন লকডাউন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হওয়ায় ঢাকার কেরানীগঞ্জ মডেল টাউনকে লকডাউন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে কেরানীগঞ্জ মডেল টাউনকে লকডাউন করে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে পুরো এলাকায় সতর্ক করা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত দেব নাথ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কেরানীগঞ্জ মডেল টাউনের এক নাম্বার রোডের একটি বাড়িতে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত রোগীকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬৮ বছর।

তিনি আরও বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ) নিয়ন্ত্রণ, নিমূল আইনের ৩০ ধারায় এই এলাকা লকডাউন করা হয়েছে।

জেএ/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।