ঢামেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ০৫ এপ্রিল ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আবু তাহের (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরের দিকে ওই ব্যক্তি মারা যান। করোনাভাইরাসের উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল।

হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ডমাস্টার আবুল হোসেন জানান, ওই ব্যক্তি নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। সেখানে তিনি মারা যান।

তিনি আরও জানান, মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ হয় তাহলে স্বজনদের কাছে সাধারণভাবে মরদেহ হস্তান্তর করা হবে। আর যদি পজেটিভ হয় তাহলে সে অনুযায়ী মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

নিহত ব্যক্তির মেয়ে জানান, তার বাবাকে ব্রেন স্ট্রোকজনিত কারণে গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ওই ভবনের নিচতলায় আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

জেডএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।