বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দিচ্ছে পপুলার
বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করেছে রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল। রোববার (৫ এপ্রিল) হাসপাতালটিতে এ সেবা চালু করা হয়।
বিশ্বময় করোনা মহামারির এই আপদকালীন সময়ে হাসপাতালটির আউটডোর ও ইমার্জেন্সি চিকিৎসা সেবার পাশাপাশি বিশেষজ্ঞরা এখন থেকে ফোনে দেশের মানুষকে চিকিৎসা পরামর্শ দেবেন।
কল সেন্টারে কল করলে মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, কিডনি বিশেষজ্ঞসহ অন্যান্য চিকিৎসককে রোগীর সঙ্গে সরাসরি সংযোগ করে দেয়া হবে। এরপর চিকিৎসকরা সরাসরি পরামর্শ দেবেন।
কলসেন্টারে ফোন করা যাবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত।
হটলাইন নম্বর হলো- ০৯১৩৭৮৭৮০০। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এমইউ/এফআর/জেআইএম