বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিলেন যুবলীগ নেতা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৬ এএম, ০৭ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে কার্যত লকডাউন ঢাকা। এতে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। এসব অসহায় শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

সোমবার (৬ এপিল) রাজধানীর যাত্রাবাড়ি এলাকার পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি চিনি, দুইটি ডেটল শাবান এবং এক প্যাকেট ব্লিচিং পাউডার।

যাত্রাবাড়ি থানার কাজলার পাড়, সূতি খাল পাড়, নতুন রাস্তা, কাজলা পানির পাম্প, নাসির উদ্দিন সড়কসহ বেশ কিছু এলাকায় কর্মহীন, দিনমজুর ও অসচ্ছল পরিবারের মধ্যে তিনি এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এফএইচএস/এমএফ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।