এপ্রিলে কাউকেই ঢুকতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী
করোনাভাইরাস মোকাবিলায় এপ্রিল মাসে স্থলবন্দর দিয়ে কাউকে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ মার্চ) চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ব্রাহ্মণবাড়িয়া জেলার করোনা পরিস্থিতি পর্যালোচনার সময় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার স্থলবন্দর আখাউড়া দিয়ে আজকে কেউ বাংলাদেশে আসেনি।
শেখ হাসিনা বলেন, ‘এপ্রিল মাসে আমরা কাউকেই ঢুকতে দেব না। স্থলবন্দর দিয়ে যারা ঢুকবে তাদেরকে সঙ্গে সঙ্গে বিজিবি কোয়ারেন্টাইনে রেখে দেব। তারপর আমাদেরকে খবর দেবে। কাজেই সবাইকে বলে দেয়া উচিত, ঢোকার চেষ্টা না করা। এই মাসটা যদি আমরা সুরক্ষিত রাখতে পারি, তাহলে আমাদের চিন্তা থাকবে না।’
প্রতিবেদনের ভিত্তিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতোমধ্যে বিজিবিকে নির্দেশ দিয়েছি, যারাই ঢুকতে চেষ্টা করবে সীমান্ত দিয়ে, সেখানেই তারা আটকাবে, সেখানেই তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। সেভাবে জায়গা ঠিক করা আছে। গতকালকে এই অভিযানে প্রায় ৭২ জন, বিভিন্ন জায়গায়, যেমন-বেনাপোলে ৫৪ জন, ভোমরায় ১৩ জন, ভুরুঙ্গামারীতে একজন, বাংলাবান্দায় চারজনকে আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে দিয়েছি।’
পিডি/এসআর/এমকেএইচ