চট্টগ্রামে আজকের ৪৭ নমুনার সব করোনা ‘নেগেটিভ’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১০:৫১ পিএম, ০৭ এপ্রিল ২০২০

চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) আজ নতুন করে ৪৭ জনের নমুনা পরীক্ষায় সবগুলোর ফল করোনা ‘নেগেটিভ’ পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে বিআইটিআইডি সূত্র।

জানা গেছে, চট্টগ্রামে আজ মোট ৪৮টি নমুনা পরীক্ষার জন্য রাখা হয়েছিল। কিন্তু একজন রোগীর নমুনায় সমস্যা থাকায় ৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর প্রতিটির ফলাফল নেগেটিভ এসেছে।

বিআইটিআইডি সূত্র জানায়, এর আগে গতকাল পর্যন্ত ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। আজ নতুন করে আরও ৪৭টি নমুনা পরীক্ষা হওয়ায় মোট পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২০৯।

এর মধ্যে ২০৭টি নমুনার ফলাফল নেগেটিভ ও ২টি নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

আবু আজাদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।