করোনা : আরও ২ হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ০৮ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত ও সম্ভাব্য রোগীদের চিকিৎসায় আগামী ২ সপ্তাহের মধ্যে আরও ২ হাজার চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা।

তিনি বলেন, ‘৮ এপ্রিল পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালের, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ মোট ২ হাজার ৪৮৫ জন চিকিৎসক এবং ৭৫৪ জন নার্সকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইতোমধ্যে আমরা চিকিৎসকদের বিভিন্ন রকম অনলাইন ট্রেনিংও করাচ্ছি। শিগগিরই প্রত্যেকটা জেলায় প্রশিক্ষণ শুরু করব। আগামী ২ সপ্তাহের মধ্যে আরও ২ হাজার চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করা হবে।’

করোনার এ দুর্যোগকালীন সময়েও দেশের বাইরে থেকে মানুষ দেশে প্রবেশ করছে। এ বিষয়ে সানিয়া তাহমিনা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বিমানবন্দর দিয়ে কেউ-ই প্রবেশ করতে পারেননি। নৌ-বন্দর দিয়ে ২৪৩ জন গত ২৪ ঘণ্টায় দেশে এসেছে। স্থলবন্দর দিয়ে ৭১ জন। মোট ৩১৪ জন দেশে প্রবেশ করেছেন নৌ ও স্থল বন্দর দিয়ে। যেখানে অন্যসময় প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ হাজার মানুষ দেশে প্রবেশ করত।’

এদিকে, সরকারি স্থাপনাগুলোকেও নতুন করে আইসোলেশন শয্যা হিসেবে ব্যবহার করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে আইইডিসিআরের মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

পিডি/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।