দোকান কর্মচারীদের বেতন-ভাতা পরিশােধের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৯ এপ্রিল ২০২০

শুধু ছুটি নয়, এর পাশাপাশি দোকান কর্মচারীদের বেতন-ভাতা অবিলম্বে পরিশােধ করার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন নামক একটি সংগঠন।

বৃহস্পতিবার জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন সভাপতি রফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি আলী মোল্লা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

তারা বলেন, সরকার ঘোষিত ছুটিতে সব দোকান, মার্কেট বন্ধ রাখা হয়েছে। কিন্তু দেশের ৬০ লাখ দোকান কর্মচারীদের বেতনের কথা কেউ বলছে না। অনেক জায়গাতেই দোকান কর্মচারীদের মার্চ মাসের বেতন এখনও অনেকে পায়নি। যে কারণে তারা মানবেতর জীবনযাপন করছে।

তাই ছুটি ঘোষণার পাশাপাশি দোকান কর্মচারীদের বেতন পরিশোধের বিষয়টি নিশ্চিত করুন। মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও তাদের বেতন পরিশোধ করে এ অবস্থায় তাদের পরিবার নিয়ে খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থা করে দিন।

এএস/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।