চাল চোররা পশুর চেয়েও জঘন্য

সায়েম সাবু
সায়েম সাবু সায়েম সাবু , জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৯ পিএম, ১০ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করানো পরিস্থিতিতেও যারা ত্রাণের চাল চুরির সঙ্গে জড়িত তারা পশুর চেয়েও জঘন্য বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, চাল চুরির সঙ্গে যুক্ত অমানুষদের সামাজিকভাবে ঘৃণা করা উচিত, যাতে অন্যরা শিক্ষা নিতে পারে। শুক্রবার ত্রাণের চাল চুরি প্রসঙ্গে জাগো নিউজের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী।

করোনাকালীল বিশেষ পরিস্থিতিতেও ত্রাণ আত্মসাতের অভিযোগ ওঠেছে। বিশেষ করে সরকারদলীয় বেশ কিছু রাজনীতিক এবং জনপ্রতিনিধির বিরুদ্ধে ত্রাণের চাল চুরির অভিযোগ এনে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সমালোচনা হচ্ছে। এরই পেক্ষিতে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এমন সময়ে চাল চুরির খবর সত্যিই অবাক করেছে। যারা এসব কাজের সঙ্গে যুক্ত তারা অমানুষ। তারা নরপশুর চেয়েও খারাপ।’

সরকার দলীয় রাজনীতিকরাই চুরির সঙ্গে যুক্ত এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক বাস্তবতার ধারাবাহিকতায় এমন কিছু ব্যক্তি তৈরি হয়েছে, যাদের কর্মই হচ্ছে কীভাবে অন্যের অধিকার হরণ করা যায়। তবে আমি মনে করি, দুর্নীতিবাজদের কোনো দল নেই। এদের কোনো রাজনীতি থাকতে পারে না। দুনীর্তিই এদের রাজনীতি এবং তারা যেকোনো সরকারের আমলেই সুযোগ খোঁজেন।’

প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেয়ার পরেও চুরির ঘটনা ঘটছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা সর্বোচ্চ নির্দেশনা। এরপরেও যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে ছাড় পাবার কোনো সুযোগ নেই। ইতোমধ্যেই চাল চুরির সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। তবে এই অপরাধীদের সামাজিকভাবে বয়কট করে ঘৃণা করা উচিত। যাতে করে অন্যরা লজ্জিত হয়ে শিক্ষা নিতে পারেন।’

এএসএস/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।