দুস্থদের জন্য ৬ টন খাদ্য সহায়তা দিলেন মুসলিম রাষ্ট্রদূতরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ১১ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ৬ মেট্রিক টন খাদ্য সহায়তা দিলেন ঢাকায় নিযুক্ত মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতরা।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের উপস্থিতিতে ঢাকার জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের হাতে ব্যক্তি পর্যায়ের এ খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের উদ্যোগের জন্য মুসলিম রাষ্ট্রদূতদের সাধুবাদ জানান।

খাদ্য সহায়তা হস্তান্তরের সময় মুসলিম রাষ্ট্রদূতদের পক্ষে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান, সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ আলদুহাইলান, মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শাসসেলদীন এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা প্রিত্যসমিয়ার্সি সোয়েমার্নো।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

ঢাকার জেলা প্রশাসক এ খাদ্য পরবর্তীতে দরিদ্র জনগণের মাঝে বিতরণ করবেন।

জেপি/এইচএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।