করোনা আক্রান্তদের চিকিৎসার আওতায় আরও হাসপাতাল আসছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১১ এপ্রিল ২০২০
ফাইল ছবি

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানসহ (নিটোর) বেশকিছু সরকারি ও বেসরকারি হাসপাতালকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার আওতায় আনার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার (১১ এপ্রিল) করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন এবং নতুন তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা নতুন করে তিনটি প্রতিষ্ঠানকে করোনা রোগীদের জন্যে সুসজ্জিত করছি। বসুন্ধরা কনভেনশন সেন্টারকে ২ হাজার শয্যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি মার্কেটকে ১৩০০ শয্যায় এবং উত্তরার দিয়াবাড়ির চারটি বহুতল ভবনকে ১২০০ শয্যায় উন্নীত করছি। সর্বমোট সাড়ে ৪ হাজার শয্যার সংস্থান হবে।’

এরপর তিনি বলেন, ‘বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আরও বেশ কয়েকটি হাসপাতালকে করোনার জন্য প্রস্তুত করা প্রয়োজন। বেশ কয়েকটি হাসপাতালের চিন্তা-ভাবনা রয়েছে। তার মধ্যে আগামীতে আমরা হয়তো মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের কথা চিন্তা করবো। আমরা নিটোরের (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) কথা চিন্তা করবো। আরও বেশ কয়েকটি হাসপাতালকে আমরা করোনার জন্য নিয়ে আসবো।’

‘বেসরকারি হাসপাতালগুলোও এগিয়ে এসেছে। আমরা আনন্দিত। তাদের বেশ কয়েকটি হাসপাতালকেও করোনার চিকিৎসার জন্য নিয়ে আসবো। সবগুলো হাসপাতালই সুসজ্জিত রয়েছে’, যোগ করেন জাহিদ মালেক।

পিডি/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।