চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু
চট্টগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া এক ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে এটিই প্রথম মৃত্যু।
শনিবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নুরে আলম।
মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম (৬৯)। তিনি উপজেলার পশ্চিম ডেমশা এলাকার আলী নগরের ইছামতি গ্রামের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘করোনায় আক্রান্ত এই ব্যক্তি দুই থেকে তিনদিন আগে মারা যান। এরপর করোনা সন্দেহে তার সমুনা পরীক্ষা করা হয়। আজ বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) পরীক্ষায় তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। আমরা ইতোমধ্যে বৃদ্ধের বাড়ির পথে রওনা হয়েছি। প্রথমেই তার বাড়ি লকডাউন করা হবে। পরে মরদেহ যারা গোসল করিয়েছেন ও কবর দিয়েছেন তাদের শনাক্ত করে কোয়ারেন্টাইন বাস্তবায়ন করা হবে।’
জেডএ/পিআর