ঘরে বসেই জাতীয় জাদুঘরের গ্যালারি দেখার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫ পিএম, ১১ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। আর ঘরে থাকার এই অলস সময়ে জাতীয় জাদুঘরের ভার্চুয়াল গ্যালারি পরিদর্শনের সুযোগ করে দেয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। জনসমাগম পরিহার করে সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার ঘরে অবস্থান এ ভাইরাসের বিস্তার রোধে বিশ্বব্যাপী অন্যতম কার্যকর পন্থা হিসেবে স্বীকৃত।

তাই সরকার করোনার বিস্তার রোধে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে সার্বক্ষণিক ঘরে অবস্থানের জন্য সাধারণ ছুটি দীর্ঘায়িতকরণ, আক্রান্ত বিভিন্ন এলাকা লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ও নির্দেশনা ইত্যাদি।

ঘরে অবস্থানকালে জনসাধারণের মূল্যবান সময়কে কাজে লাগানোর জন্য জাতীয় জাদুঘরের পক্ষ হতে ভার্চুয়াল গ্যালারি পরিদর্শনের পরামর্শ দেয়া হয়েছে, যার ওয়েব ঠিকানা হচ্ছে vt.bnm.org.bd। এর মাধ্যমে নতুন প্রজন্মসহ সাধারণ জনগণ বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য জানতে পারবে।

এমইউএইচ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।