অটোরিকশা-অটোটেম্পো শ্রমিকদের বিশেষ বরাদ্দ দাবি
করোনাভাইরাসের কারণে দেশের প্রায় ১০ লাখ হালকাযান পরিবহন শ্রমিক অর্ধাহারে-অনাহারে, মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন। পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিনাতিপাত করছে হালকাযান পরিবহন শ্রমিকরা। তাই সরকারের কাছে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।
রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু যানবাহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক এক বিবৃতিতে এ দাবি জানান।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলায় গত ৮ এপ্রিল হালকাযান পরিবহন শ্রমিকদের জন্য অর্থ বরাদ্দের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরে ই-মেইলের মাধ্যমেও একটি পত্র প্রেরণ করা হয়েছে বলে তারা বিবৃতিতে উল্লেখ করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, এ খাতের শ্রমিকরা ১৯৬৯ সালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে গণআন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারামুক্তি আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধেও শ্রমিকদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। এমনকি দেশের সড়ক পরিবহন সংকটকালেও এই সব শ্রমিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তাই দেশের এই সংকটকালে পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।
এফএইচএস/এমএফ/এমকেএইচ