নারায়ণগঞ্জ থেকে মেহমান আসায় বনশ্রীতে ভবন লকডাউন
বাংলাদেশে করোনাভাইরাসে সবচেয়ে বেশি কমিউনিটি সংক্রমণ হচ্ছে নারায়ণগঞ্জে। যাকে ক্লাস্টারের চেয়েও বেশি কিছু বলছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সেই ক্লাস্টার পয়েন্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একজন তার ভাইয়ের বাসায় আসায় রাজধানীর বনশ্রীর একটি বাসা লকডাউন করা হয়েছে।
সোমবার বিকেলে ফতুল্লা থেকে বনশ্রী সি ব্লকের ৬ নম্বর সড়কের ১৪ নম্বর বাসাটি লকডাউন করে বনশ্রী সোসাইটি।
এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে রামপুরা থানার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল জাগো নিউজকে বলেন, পুলিশের পক্ষ থেকে লকডাউন করা হয়নি, তবে সোসাইটির উদ্যোগে ওই পুরো ভবনটি লকডাউন করেছে বলে আমি জানতে পেরেছি।
এসআই জুয়েল বলেন, ওই ভবনের একাংশের মালিক মেসবাহর বাসায় এক ইঞ্জিনিয়ার মেহমান (সম্পর্কে ভাই) আসার খবরে বনশ্রী সোসাইটির লোকজন ভবনটি লকডাউন ঘোষণা করে। তবে আমি জেনেছি ওই মেহমান নিজে সুস্থ আছেন, সোসাইটির লোকজনও বিষয়টি জানেন। যে কারণে পুলিশের পক্ষ থেকে ভবনটি লকডাউন করা হয়নি। তবে সতর্কতার কারণে সোসাইটির লোকজন ভবনটি লকডাউন ঘোষণা করে।
জেইউ/এমএসএইচ/জেআইএম