কেরানীগঞ্জে আরও ৭ জন করোনা আক্রান্ত, মোট ২৩

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০২০

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একদিনে আরও ৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ৯ দিনে কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩ জনে।

সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ডা. মোবারক বলেন, সোমবার বিকেলে পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমরা নতুন করে ৭ জন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছি। এদের মধ্যে দুজন নারী। তারা সবাই কেরানীগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।

তিনি আরও বলেন, তাদের চিকিৎসার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া চলছে। তবে আক্রান্ত স্বজনদের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হবে।

নতুন আক্রান্তদের মধ্যে দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে ডা. মোবারক বলেন, তাদের খোঁজ করা হচ্ছে। নতুন আক্রান্তসহ এই উপজেলায় গত রোববার থেকে সোমবার পর্যন্ত ৯ দিনে ২৩ জন করোনায় আক্রান্ত হলো।

কেরানীগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে পাঁচটি ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।

আক্রান্তদের এলাকাগুলোতে বসবাসরত মানুষের চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করা হচ্ছে। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার পাশাপাশি অন্যান্য বিষয় উপজেলা প্রশাসন দেখবে বলে জানান ডা. মীর মোবারক হোসেন।

এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।