চট্টগ্রামে নতুন করোনা আক্রান্ত আরও ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৩ এপ্রিল ২০২০

চট্টগ্রামে আরও দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।

সোমবার (১৩ এপ্রিল) ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১০৪ জনের নমুনা পরীক্ষায় নতুন এই দু’টি নমুনার ফলাফল করোনা পজেটিভ পাওয়া যায়।

রাত পৌনে ১০ টার দিকে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, বিআইটিআইডিতে সোমবার ১০৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে দুই জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের একজন নারী ও একজন পুুরুষ। ৫০ বছর বয়সী নারী নগরের পাহাড়তলী থানার সড়াইপাড়া এলাকার বাসিন্দা। অপরজন কাট্টলী এলাকার ৫৭ বছর বয়সী পুরুষ।

এর আগে ১৪ জন করোনা রোগী শনাক্ত হলে চট্টগ্রামের সাতকানিয়া ও পটিয়ায় দু’টি গ্রাম, জেলার ৩০টি বাড়ি ও একটি ব্যাংক লকডাউন করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ।

আবু আজাদ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।