অকারণে ঘরের বাইরে ও ঢাকায় আসা-যাওয়া : ৫৩ জনের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমণরোধে বিশেষ কোনো কারণ ছাড়া ঢাকায় সাধারণ মানুষের আসা যাওয়া না করার নির্দেশনা দিয়েছে সরকার। তবে এর মধ্যেও যারা বিশেষ কোনো কারণ ছাড়া ঘরের বাইরে বের হয়েছেন এবং ঢাকায় প্রবেশ-ঢাকা ছেড়েছেন এমন ৫৩ জনকে জরিমানা করেছে র‌্যাব।

বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মিরপুর, কল্যাণপুর, কাপ্তানবাজার, বংশাল, হানিফ ফ্লাইওভার ও গুলিস্তান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সুজয় সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

fine2

তিনি বলেন, অভিযানে ৫৩ জনকে ৫০ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে পুরান ঢাকার হানিফ ফ্লাইওভার ও গুলিস্তান এলাকার অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। তার অভিযানে এলাকায় ৩৭ জনকে জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট পলাশ বসু জানান, করোনা সংক্রমণ ঠেকাতে ঢাকায় প্রবেশ ও বের হওয়া ঠেকানো ও সামাজিক দূরত্ব নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হানিফ ফ্লাইওভার ও গুলিস্তানের বিভিন্ন জায়গায় ৩৭ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান পলাশ বসু।

এআর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।