‘সকাল থেকে না খেয়ে আছি, কিছু খাবার দেন’

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে। পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও জনসমাগম নিরুৎসাহিত করতে মানুষকে ঘরে রাখতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। আর এই কর্মহীনতা সৃষ্টি করেছে খাদ্য সঙ্কটের।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে রাজধানীর নিউ ইস্কাটন রোডে ভবনগুলোর দিকে তাকিয়ে দুজন মানুষকে জোরে বলতে শোনা যায়, ‘সকাল থেকে না খেয়ে আছি, কিছু খাইনি, মা আমাদের কিছু খাবার দেন।’

বেশ কয়েকবার গলির রাস্তা থেকে এমন আওয়াজ শোনার পর একটি ভবনের তিনতলা থেকে একজনকে দেখা যায়, তিনি ওই ক্ষুধার্তদের উদ্দেশে কিছু খাবার ফেলছেন, আর অভুক্ত মানুষ দুইজন সেই খাবার তুলে নিচ্ছেন।

করোনার বিস্তার রোধে বিধিনিষেধের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বা জরুরি প্রতিষ্ঠানের অফিস ছাড়া অন্য কিছুই খোলা থাকছে না। ইতোমধ্যেই বেশ কিছু জেলা লকডাউন করা হয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় ত্রাণ তৎপরতা থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাকে পায়ে মাড়িয়ে পেটের ক্ষুধায় মানুষ রাস্তায় নেমে আসছে। যদিও পরে ত্রাণের আশ্বাসে আবার ঘরে ফিরছে।

পরিস্থিতি যেন আরও নাজুক না হয়ে পড়ে, সেজন্য ত্রাণ বিতরণ কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি তুলেছে সচেতন মহল।

কেএইচ/এইচএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।