করোনার ঝুঁকি এড়াতে ডিএমপির পাশে আশিয়ান গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০

চলমান করোনা সংকট মোকাবিলায় ডাক্তারদের পরই বেশি ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ সদস্যরা। ঢাকা মহানগর পুলিশের সুরক্ষা নিশ্চিতকল্পে বিভিন্ন সরঞ্জাম দিয়েছে আশিয়ান গ্রুপ। তাদের দেয়া সুরক্ষা সরঞ্জামের মধ্যে রয়েছে এক হাজার পিপিই, ২৫০টি মাস্ক ও ১০০ হ্যান্ডগ্লাভস।

শনিবার (১৮ এপ্রিল) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলামের নিকট এসব সামগ্রী হস্তান্তর করেন আশিয়ান গ্রুপের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম ভূঁইয়া ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইফুল ইসলাম ভূঁইয়া।

এ সময় ডিএমপির ও আশিয়ান গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

জেইউ/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।