মিরপুরে ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন প্যানেল মেয়র
রাজধানীর মিরপুর-১৩ ও ১৪ নস্বর এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র জামাল মোস্তফা।
শনিবার তিনি নিজে গিয়ে এসব পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। এছাড়া ডিএনসিসির বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত আছে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলর, অন্যান্য জনপ্রতিনিধির মাধ্যমে এক লাখের বেশি অসহায় পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ডিএনসিসি। এর মধ্যে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের উদ্যোগে ১৭ হাজারের বেশি পরিবারকে ত্রাণসামগ্রী দেয়া হয়।
এছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত ডিএনসিসির ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের’ আওতায় বিভিন্ন এলাকায় অসহায় প্রতিটি পরিবারকে চাল ১২ কেজি, আটা ৭ কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, গুড়া দুধ ১ কেজি, সুজি ৫০০ গ্রাম, পেঁয়াজ ২ কেজি, আলু ২ কেজি, মসুর ডাল ২ কেজি, বুটের ডাল ১ কেজি করে বিতরণ করা হয়। এ প্রকল্পের মাধ্যমে মোট পাঁচ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হবে।
এএস/বিএ/জেআইএম