করোনায় মৃতদের জন্য সংসদের শোক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশ ও বিদেশের মৃত্যুবরণকারীদের জন্য জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। সেই সাথে করোনা ভাইরাসে আক্রান্ত সকলের সুস্থতা কামনা করছে।
শনিবার জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের শুরুতেই এই শোক জানানো হয়। অধিবেশনের শুরুতেই সভাপতিত্বে থাকা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, সমগ্র বিশ্ব আজ করোনা ভাইরাস সংক্রমণে এক কঠিন সময় অতিক্রম করছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। চীনের উহান রাজ্যে শুরু হয়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। লক ডাউনে অচল হয়ে পড়েছে বিশ্ব। প্রাণঘাতী করোনায় বিশ্বে এ পর্যন্ত মৃত্যুবরণের সংখ্যা তুলে ধরেন স্পিকার।
তিনি বলেন, ‘‘এছাড়া আমরা হারিয়েছি, একজন সাবেক মাননীয় সংসদসদস্য ও প্রতিমন্ত্রী, একজন সাবেক মাননীয় সংসদসদস্য ও হুইপ, ছয়জন সাবেক মাননীয় সংসদসদস্য এবং সংসদ সচিবালয়ের একজন কর্মচারীকে।’’….. উল্লিখিত ব্যক্তিবর্গের জীবনবৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি।’’
এইচএস/এনএফ/জেআইএম