স্বাস্থ্যকর্মী সেজে ডাকাতির তথ্য, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৮ এপ্রিল ২০২০

করোনার প্রাদুর্ভাবের সময় স্বাস্থ্যকর্মী সেজে নমুনা সংগ্রহ বা আক্রান্ত রোগী শনাক্তে বাসায় ঢুকে ডাকাতির তথ্য পেয়েছে পুলিশ। সম্প্রতি টাঙ্গাইলে এমন ঘটনার পর সবাইকে সতর্ক করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) এক বার্তায় পুলিশ অফিসারদের এ সংক্রান্ত বার্তা পাঠায় ঢাকা জেলা পুলিশ।

বার্তায় লেখা রয়েছে, ‘বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশে সরকারের ঘোষিত সাধারণ ছুটি চলাকালীন সময়ে রাজধানীসহ আশপাশের জেলায় জেলায় পিপিই পরে ডাক্তার, স্বাস্থ্যকর্মী সেজে বাড়িতে ডাকাতির কথা শোনা যাচ্ছে।’

‘এমন পরিস্থিতির মুখোমুখি হলে বাসার মূল গেট না খুলে দ্রুত নিকটস্থ থানায় বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে ঢাকা জেলা পুলিশ।'

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বলেন, সম্প্রতি টাঙ্গাইলে এ ধরনের একটি ঘটনার তথ্য পেয়েছি, তাই আমরা পুলিশ সদস্য ও ঢাকা জেলাবাসীকে সতর্ক করে একটি বার্তা দিয়েছি।

তিনি আরও বলেন, সামনে রমজান আসছে। অনেকে রাত পর্যন্ত জেগে থাকবেন। তাই এই সুযোগে অপরাধীরা মাস্ক-অ্যাপ্রোন পরে স্বাস্থ্যকর্মী সেজে অন্যের বাড়িতে প্রবেশ করতে পারে। এজন্য আগাম সতর্কতা নিয়েছি আমরা। রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

এদিকে গত ২-১ দিন ধরে ধানমন্ডি-৯ নম্বরে ‘পিপিই পরে একজনের বাড়িতে ঢুকে’ এ ধরনের একটি ডাকাতির তথ্য শোনা গেলেও পুলিশ এর কোনো সত্যতা পায়নি।

এআর/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।