অহেতুক ঘোরাঘুরি করে জরিমানা গুনলেন ১৮ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৮ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত, অহেতুক বাসার বাইরে ঘোরাঘুরি বন্ধ এবং ঢাকায় প্রবেশ ও বের হওয়া বন্ধে রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা সত্ত্বেও অহেতুক ও অকারণে বাইরে বের হওয়া, রাস্তায় ঘোরাঘুরি ও আড্ডা দেয়ায় ১৮ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

jagonews24

শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ আদালত পরিচালনা করেন। সহযোগিতা করেন র‌্যাব-২ এর সদস্যরাও।

পলাশ কুমার বসু জানান, করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ছুটি ঘোষণা করেছে। কিন্তু অনেকে কোনো কারণ ছাড়া ঘর থেকে বের হয়ে রাস্তায় ঘোরাফেরা করছেন। ফাঁকা সড়কে অহেতুক গাড়ি নিয়ে বের হচ্ছেন। কারও কারও মুখে মাস্ক ছিল না। এসব কারণে ১৮ জনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেইউ/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।