১০০ পরিবারে এক সপ্তাহের খাদ্যসামগ্রী দিল এলএসপিআর
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে চলা লকডাউনে নিম্নবিত্ত-দরিদ্র মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রী বিতরণ করেছে লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটস (এলএসপিআর)।
'মানুষ-মানুষের জন্য জীবন জীবনের জন্য' এই স্লোগান সামনে রেখে সম্প্রতি ঢাকার বিভিন্ন এলাকায় গরিব, অসহায় অসচ্ছলদের ঘরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করে এলএসপিআর।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য-সামগ্রীর প্যাকেট।
সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় প্রাথমিকভাবে ১০০টি পরিবারের এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছে এলএসপিআর।
লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটসের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন ত্রাণ বিতরণ কার্যক্রমে ছিলেন।
এফএইচ/জেডএ/এমএস