নকল ও নিম্নমানের মাস্ক তৈরি, জরিমানা পৌনে ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলছে। সংক্রমণ ঠেকাতে সুরক্ষার জন্য মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে আসছে স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর। তবে করোনার এই মহামারিতেও থেমে নেই অসাধু ব্যবসায়ীরা। নকল ও নিম্নমানের মাস্ক তৈরি করে বিক্রি করছেন তারা।

রোববার রাজধানীর নয়াবাজার এবং মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে নকল ও নিম্নমানের মাস্ক বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে দুই লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

দুপুরে র‌্যাব-১০ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

jagonews24

তিনি জাগো নিউজকে বলেন, নকল মাস্ক মজুত ও নোংরা পরিবেশে নিম্নমানের সার্জিক্যাল মাস্ক তৈরির সংবাদে নয়াবাজার এবং মিটফোর্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, নকল সার্জিক্যাল মাস্ক মজুত ও ব্যবহৃত মাস্ক পুনরায় লন্ড্রি করা এবং অত্যন্ত নোংরা পরিবেশে নিম্নমানের সার্জিক্যাল মাস্ক তৈরি করা হচ্ছে, যা ভোক্তা অধিকার আইন অনুযায়ী অপরাধ। সে জন্য নয়াবাজার ভাই ভাই প্লাস্টিক প্রোডাক্টসকে ৭৫ হাজার এবং মিডফোর্ড এলাকার তামান্না ড্রাগ হাউজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, অহেতুক বাসার বাইরে ঘোরাঘুরি বন্ধে রাজধানীর নয়াবাজার ও মিডফোর্ড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে বাইরে বের হওয়া ও ঘোরাঘুরি করায় নয়াবাজার এবং মিটফোর্ড এলাকায় ২৪ জনকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান সারওয়ার আলম।

জেইউ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।