মানবদেহে জীবাণুনাশক ছিটানো বন্ধের নির্দেশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৯ এপ্রিল ২০২০

মানবদেহে সরাসরি জীবাণুনাশক ছিটানোর ক্ষতির ব্যাপারে সতর্ক করে এ ধরনের কাজ বন্ধ করতে সব জেলার সিভিল সার্জনকে নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদফতর। গত ১৬ এপ্রিল অধিদফতরের পরিচালক রোগ নিয়ন্ত্রণ ও লাইন ডিরেক্টর (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. শাহনিলা ফেরদৌসী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছড়ানোর ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, উক্ত কাজে জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডারের (হাইপোক্লোরাইড) দ্রবণ ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের উন্মুক্ত বহিরঙ্গসহ চোখ মুখের জন্য ক্ষতিকর। এভাবে জীবাণুনাশক ছিটানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদফতর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে। এমতাবস্থায় এ ধরনের কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এমইউ/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।