বিএসএমএমইউর ফিভার ক্লিনিকে একদিনেই সেবা নিল প্রায় ৩০০ রোগী
শাহবাগের বেতার ভবনের নিচ তলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পক্ষ থেকে স্থাপিত ফিভার ক্লিনিকে একদিনেই জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ২৭৩ জন রোগী চিকিৎসা গ্রহণ করেন।
রোববার (১৯ এপ্রিল) এসব রোগীরা হাসপাতালটির বিশেষ এ শাখায় চিকিৎসা গ্রহণ করেন।
এর মধ্যে ২৬৭ জন রোগীর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়। এখন পর্যন্ত সেখানে ১ হাজার ৫৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ফিভার ক্লিনিকে সেবা প্রদান ও করোনা শনাক্তকরণ পরীক্ষা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে চিকিৎসা সেবা, জরুরি বিভাগসমূহে চিকিৎসা সেবা, হেল্প লাইনে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি অত্র বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ সেবাও প্রদান করা হচ্ছে।
এমইউ/এফআর/এমএস