মাস্ক সরবরাহের ঘটনাকে ‘ভুলবশত’ বলে দায় এড়ানো যাবে না
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে শতাধিক ডাক্তার নার্স টেকনোলজিস্ট আক্রান্ত হবার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদ। ব্যক্তিগত সুরক্ষার জন্য পর্যাপ্ত ও যথাযথ পিপিই ,এন-৯৫ মাস্ক সরবরাহ না করার ফলে এই বিপর্যয় ঘটেছে বলে তারা মনে করেন। সম্প্রতি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডা. ফয়জুল হাকিম, মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. হারুন অর রশিদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডা. রওশন আরা, জনস্বাস্থ্য সংগঠক অনুপ কুন্ডু এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রতিরোধে প্রথম থেকেই সরকার যথাযথ গুরুত্ব ও অগ্রাধিকার না দেয়ায় এবং কঠোর তদারকি না করার ফলে একে একে এসব ঘটনা ঘটছে। কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃপক্ষ কর্তৃক এন-৯৫ লেখা বক্সে সাধারণ মাস্ক সরবরাহের ঘটনাকে ‘ভুলবশত’ বলে দায়িত্ব এড়াতে পারে না স্বাস্থ্য অধিদফতর। এই ‘ভুলবশত’ ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হতে হবে। কেননা এর সঙ্গে ব্যাপকভাবে ডাক্তারদের সংক্রমিত হওয়ার সম্পর্ক রয়েছে।
বিবৃতিতে কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ যোদ্ধা ডাক্তার-নার্সদের দুরবস্থার অভিযোগ বন্ধ করার জন্য হুমকি-ধামকি না দিয়ে সেসব অভিযোগ দূর করে তাদেরকে আস্থায় আনার জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান তারা।
এফএইচএস/এমএফ/এমকেএইচ