বেসরকারি চিকিৎসকদের বেতন হ্রাস, ড্যাবের নিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২০ এপ্রিল ২০২০

বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যকর্মী ছাঁটাই এবং তাদের বেতন হ্রাস করা হচ্ছে— এমন অভিযোগ করে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সোমবার সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, ‘করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করার পর থেকে চিকিৎসকরা (সরকারি ও বেসরকারি) চিকিৎসাসেবা প্রদান করে সারাবিশ্বের অনেক দেশে জাতীয় বীর, বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন আঙ্গিকে সম্মানিত হচ্ছেন।

বাংলাদেশের চিকিৎসকরা যথাযথ ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী ছাড়া সম্মুখযোদ্ধা হিসেবে করোনাভইরাসের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করে যাচ্ছে। ইতোমধ্যে দুই শতাধিক চিকিৎসক রোগীর সেবা করতে গিয়ে ভাইরাসটির সংক্রমণের শিকার হয়েছেন। উল্লেখযোগ্যসংখ্যক চিকিৎসক আইসোলেশন ও কোয়ারেন্টাইনে আছেন। অবশেষে রাষ্ট্র তাদের অবদানকে স্বীকার করে সর্বোচ্চপর্যায় থেকে সরকারি চিকিৎসকদের জন্য প্রণোদনা ঘোষণা করেছে।

কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসকদের বেতন কাটা, চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ছাঁটাইয়ের সংবাদ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত লক্ষ্য করা যাচ্ছে, যা খুবই উদ্বেগজনক, অসম্মানজনক। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এসব দায়িত্বহীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালামের যৌথ বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘বাংলাদেশের চিকিৎসকরা স্বল্প সুযোগ-সুবিধায় ন্যূনতম ব্যক্তিগত সুরক্ষায় যেভাবে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে নিরলসভাবে সেবা প্রদান করে যাচ্ছেন, এমতাবস্থায় তাদের উৎসাহ প্রদান, ব্যক্তিগত সুরক্ষা প্রদান, প্রযোজ্য ক্ষেত্রে আর্থিক প্রণোদনা প্রদান আমাদের দায়িত্ব। অথচ জোরপূর্বক, বেআইনিভাবে চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যকর্মীদের ছাঁটাই বা চিকিৎসকদের বেতন হ্রাস করা হচ্ছে।

অনতিবিলম্বে চিকিৎসক, কর্মচারীদের ছাঁটাই বন্ধ করা এবং চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যকর্মীদের বেতন হ্রাস করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো যাচ্ছে এবং চিকিৎসকসহ অন্য স্বাস্থকর্মীদের কাজের স্বীকৃতি প্রদানপূর্বক তাদের যথাযথ সম্মানিত করার জোর দাবি জানাচ্ছি।’

কেএইচ/এমএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।