চিকিৎসকদের পিপিই দিলেন তথ্য প্রতিমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:০৮ পিএম, ২০ এপ্রিল ২০২০

সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাস থেকে সুরক্ষায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্সদের ব্যক্তি উদ্যোগে পিপিই ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি। সোমবার রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরস্থ তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের নিজ বাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ পিস পিপিই এবং ৫০ পিস সার্জিক্যাল মাস্ক প্রদান করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জারিন পিপিই ও সার্জিক্যাল মাস্ক গ্রহণ করেন। তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবিলায় দেশের নাগরিকদের সুরার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেককে সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, থানার ওসি মাজেদুর রহমান, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ।

এফএইচএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।