প্রান্তিক ও আদিবাসীদের ত্রাণ দেয়ার আহ্বান এইচআরএফবির

জরুরিভিত্তিতে বিশেষ প্রাধান্যসহ বিভিন্ন প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ভাতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি।
মঙ্গলবার এইচআরএফবির সমন্বয়ক তামান্না হক রীতি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, 'করোনাভাইরাস মোকাবিলায় প্রায় একমাস হতে চলল সারাদেশ লকডাউন। এর ফলে দেশের শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের উপার্জনের পথ বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। বিশেষত বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী এবং পাহাড়ে ও সমতলে বসবাসরত বেশ কিছু আদিবাসী পরিবার এ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।'
'সরকারঘোষিত বিভিন্ন ত্রাণ সহায়তা কার্যক্রম সবার কাছে পর্যাপ্তভাবে পৌঁছাচ্ছে না বলে সংবাদ প্রকাশিত হচ্ছে। হিউমান রাইটস ফোরাম বাংলাদেশ দ্রুততার সঙ্গে এসব জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা ও দুর্যোগ ভাতা প্রদান নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছে।'
'বেশ কিছুদিন ধরে সংবাদ প্রকাশিত হলেও গণমাধ্যম সূত্র এবং এসব জনগোষ্ঠীর জন্য কাজ করছে এমন সংগঠনগুলো থেকে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের অনেক সাঁওতাল পরিবার এখনও ত্রাণ পাননি। অন্যদিকে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় নালিতাবাড়ী, ধোবাউড়া, দুর্গাপুর, কলমাকান্দা, মধ্যনগর ও তাহিরপুর উপজেলার বেশকিছু হাজং ও বানাই গ্রামের শতাধিক আদিবাসী পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে।'
'রাজশাহী ও রংপুরের ১৩ জেলায় সাঁওতাল, উড়াও, মুন্ডা, মাহাতো, কোচসহ ৩৮টির বেশি জাতিসত্ত্বার ১৫ লাখ মানুষের বাস। এরই মধ্যে এসব পরিবারে খাদ্য সংকট দেখা দিয়েছে। সিলেটের অধিকাংশ চা শ্রমিক ও অন্যান্য আদিবাসী পরিবার কঠিন অবস্থার মধ্যে দিন পার করছে। তিন পার্বত্য জেলার দরিদ্র ও প্রান্তিক জুমচাষিরা চরমভাবে বিপর্যস্ত। এ ছাড়া ঢাকাস্থ বিভিন্ন বিউটি পার্লার, গৃহকর্মী, ড্রাইভার, রিকশাচালক, গাড়িচালক, নিরাপত্তাকর্মীসহ অন্যান্য অপ্রাতিষ্ঠানিক কাজে যেসব আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠী নিয়োজিত আছেন, তারাও সংকটে পড়েছেন।'
বিবৃতিতে আরও বলা হয়,'এইচআরএফসি জরুরিভিত্তিতে এসব প্রান্তিক জনগোষ্ঠী ও দরিদ্র আদিবাসীদের সবার কাছে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছানো নিশ্চিত করার মাধ্যমে এ মানবিক বিপর্যয় কাটাতে সহায়তা করার আবেদন জানাচ্ছে। সরকার নতুন যে তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে, সেই তালিকায় দলিত, চা শ্রমিকসহ দরিদ্র আদিবাসীদের বিশেষভাবে অন্তর্ভুক্ত করার অনুরোধ।'
এমএএস/জেডএ/এমকেএইচ