নবাবগঞ্জে এক এলাকায় ৪ জন আক্রান্ত, ৩০ পরিবার কোয়ারেন্টাইনে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চুড়াইন ইউনিয়নের মুন্সীনগর এলাকার চারজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আক্রান্তদের পরিবারসহ আশপাশের প্রায় ৩০টি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন মনজু।
তিনি বলেন, ওই এলাকায় চারজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে আজ এলাকাটি পর্যবেক্ষণ করে আক্রান্তদের পরিবারসহ আশপাশের প্রায় ৩০টি পরিবারের সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও ওই এলাকায় প্রায় ৩০০টি পরিবারের সদস্যদের চলাচল সীমিত করা হয়েছে।
এলাকাটি লাল নিশানা দিয়ে চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনের ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগীতা করবে। এছাড়াও ওই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের সব ধরনের সহযোগীতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আক্রান্তদের এলাকাগুলোয় চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখছে আর অন্যান্য বিষয়গুলো উপজেলা প্রশাসন দেখবে বলে জানান ইউএনও।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বলেন, আজকের দুজনসহ ওই এলাকায় চারজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে বাবা-ছেলে রয়েছেন। এ নিয়ে এ উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে। যার মধ্যে চুড়াইন ইউনিয়নের মুন্সীনগর এলাকায় বাবা-ছেলেসহ চারজন।
এরা একই কারখানায় কাজ করতেন। কারখানা থেকেই তারা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অপরজন গোবিন্দপুর গ্রামের।
এখন পর্যন্ত এ উপজেলা থেকে আইইডিসিআরে ৮৭ জনের নমুনা পাঠানো হয়েছে। এরমধ্যে ৮ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে প্রথম আক্রান্ত সৌদি আরব প্রবাসী ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এনএফ/পিআর