নন-ক্যাডার স্বাস্থ্যকর্মীদের তালিকা চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন মেডিকেল অফিসার (নন-ক্যাডার), নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) এ তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব/সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মৌখিক নির্দেশনার পর জনপ্রশাসন মন্ত্রণালয় এই উদ্যোগ নেয় বলে চিঠিকে জানানো হয়।
চিঠিতে মঞ্জুরিকৃত মেডিকেল অফিসারের পদ সংখ্যা (নন-ক্যাডার), কর্মরত মেডিকেল অফিসারের সংখ্যা (নন-ক্যাডার), শূন্য পদের সংখ্যা (নন-ক্যাডার), মঞ্জুরিকৃত নার্সের পদসংখ্যা, কর্মরত নার্সের সংখ্যা, শূন্য পদের সংখ্যা, অন্যান্য স্বাস্থ্যকর্মীর মঞ্জুরিকৃত পদসংখ্যা, কর্মরত স্বাস্থ্যকর্মীর সংখ্যা, শূন্য পদের সংখ্যা- এসব তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এসব তথ্য আবশ্যিকভাবে বৃহস্পতিবারের (২৩ এপ্রিল) মধ্যে সফটকপি জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি মেইলে ([email protected] ও [email protected]) এবং হার্ডকপি পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে এই চিঠি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর, বিসিএস প্রশাসন একাডেমি রেক্টর, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার, বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও সরকারি কর্মচারী হাসপাতাল পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
আরএমএম/জেডএ/জেআইএম