সারাদেশে করোনায় আক্রান্ত ২১৫ চিকিৎসক
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়াবহ ছোঁয়াচে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাচ্ছেন না চিকিৎসকরাও। রাজধানীসহ সারাদেশে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে বুধবার (২২ এপ্রিল) পর্যন্ত সর্বমোট ২১৫ সরকারি-বেসরকারি চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি নামক এক সংগঠন সারাদেশের চিকিৎসকদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার এ পরিসংখ্যান তুলে ধরে আশঙ্কা প্রকাশ করেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ আল মামুন ও যুগ্ম সম্পাদক ডাক্তার রাহাত আনোয়ার চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে মোট আক্রান্তের মধ্যে চিকিৎসকের হার পাঁচ দশমিক ছয় শতাংশ। ইতিমধ্যেই পনেরটি চিকিৎসা প্রতিষ্ঠান লকডাউন ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তারা বলেন, এভাবে চিকিৎসকরা আক্রান্ত হতে থাকলে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়বে। এ অবস্থায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তার সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করলে সারাদেশের স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এমইউ/এএইচ/এমকেএইচ