নতুন আরও তিন জেলা আক্রান্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৩ এপ্রিল ২০২০

নতুন করে আরও তিন জেলায় করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। গতকাল ২২ এপ্রিল রাত পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে নতুন তিনটিসহ মোট আক্রান্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮টিতে।

নতুন আক্রান্ত তিন জেলা খুলনা বিভাগের। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ ঘটেছে। যখন কোথাও সংক্রমণ ঘটলে সংক্রমণের উৎস জানা যায় না বা আক্রান্ত ব্যক্তি কীভাবে সংক্রমিত হলেন তা বুঝতে পারে না সে অবস্থাকে সামাজিক সংক্রমণ বলে।

তিনি জানান, বাংলাদেশ এখন সংক্রমণের তৃতীয় ধাপে রয়েছে। সামাজিক সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এমইউ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।