করোনা : কর্তৃপক্ষ ছাড়া অন্য কারও বিবৃতি অগ্রহণযোগ্য

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২৩ এপ্রিল ২০২০

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘ভিআইপিদের জন্য করোনায় আলাদা কোনো হাসপাতাল বরাদ্দ রাখা হয়নি। এ বিষয়ে মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের বিবৃতি ছাড়া অন্য কোনো ব্যক্তির কোনো ধরনের বিবৃতি গ্রহণযোগ্য হবে না।’

আজ (২৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে নিয়মিত ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

গত ৪৫ দিনের বিশ্ব করোনা আপডেটের পরিসংখ্যান তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী এ সময় আরও বলেন, ‘গত ৪৫ দিনের বিশ্ব পরিস্থিতিতে আমরা দেখতে পাই, শুরুর ৪৫ দিন পরে ইতালি, ফ্রান্স, আমেরিকা, স্পেনে আক্রান্ত রোগী এক লাখেরও বেশি ছিল। ৪৫ দিনে প্রতিটি দেশে ১০ হাজারেরও অধিক মানুষ মারা গেছেন। কিন্তু বাংলাদেশে গত ৪৫ দিনে মোট আক্রান্ত ৩৭৭২ জন এবং ১২০ জন মারা গেছেন। এই পরিসংখ্যান অনুযায়ী আমরা অবশ্যই উল্লিখিত দেশগুলোর তুলনায় বেশ ভালো অবস্থায় রয়েছি। এই অবস্থানটি আমাদের ধরে রাখতে হবে এবং ধীরে ধীরে করোনার প্রকোপ কমিয়ে আনতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী এক্ষেত্রে সকল চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, পুলিশ, মিডিয়াকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলোতেও এই সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

করোনা মোকাবিলায় খুব দ্রুতই আরও দুই হাজার চিকিৎসক ও ছয় হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান।

ব্রিফিংয়ে আক্রান্ত ব্যক্তিদের অন্যান্য তথ্যসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। বয়স্ক ব্যক্তিদের তুলনায় দেশে যুব বয়সীরাই করোনায় বেশি আক্রান্ত হচ্ছে বলে তিনি জানান এবং সকলকে ঘরে থাকার অনুরোধ করেন।

এমইউ/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।