ভিআইপিদের জন্য হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনা চিকিৎসায় দেশের ভিআইপিদের জন্য বিশেষ হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ডিজিটাল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, চিকিৎসা ক্ষেত্রে ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়ে একটি মহল প্রচারণা চালাচ্ছে। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি স্রেফ গুজব। আমি যতটুকু জানি প্রধানমন্ত্রী এ ধরনের কোনো প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসাবে দেখবো, এখানে ধনী-দরিদ্র, বিত্তবান-বিত্তহীনের কোনো বিষয় নেই। কারণ করোনা দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে কাউকে ছাড় দেবে এমনটা মনে করার কোনো কারণ নেই।

সেতুমন্ত্রী বলেন, দেশে কেউ কেউ করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সারা দুনিয়ায় করোনা প্রতিরোধে কোথাও টাস্কফোর্স দলীয়ভাবে বা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গড়ে তোলার নজির নেই। এ সময়ে যার যার দায়িত্ব সতর্কতার সঙ্গে পালন করা দায়িত্বশীলতার পরিচয়। প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। ভালো পরামর্শ কোনো রাজনৈতিক দল যদি সরকারকে দেয়, তাহলে অবশ্যই করোনা প্রতিরোধে সেই পরামর্শ সরকার সানন্দে গ্রহণ করবে।

এইউএ/এএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।