রমজানে বাজার-দোকান খোলা রাখার নির্দেশনা আগের মতোই
করোনার প্রাদুর্ভাব হ্রাস করতে আগের মতো রমজান মাসেও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা থাকবে। এই সময়সীমার কোনো পরিবর্তন করা হয়নি।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরপরই ফার্মেসি ছাড়া বাজার দোকানপাট ও সুপারশপ খোলা এবং বন্ধ রাখার সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল। প্রথমে এলাকার মুদিদোকান দুপুর ২টা পর্যন্ত এবং সুপারশপ সন্ধ্যা ৭টায় বন্ধের নির্দেশনা থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর এই সময় ৬টা করা হয়েছিল। রমজান মাসেও এই নির্দেশনা বলবৎ থাকবে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, দোকান খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন কোনো নির্দেশনা এখনো আসেনি। তাই সরকারের দেয়া আগের নির্দেশনা বাস্তবায়নেই কাজ করবে পুলিশ।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে আরও চারজন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে।
এআর/এমএফ/পিআর