কোথায় কতজন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১৪ এএম, ২৫ এপ্রিল ২০২০

দেশে শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট চার হাজার ৬৮৯ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৩১ জন এবং সুস্থ হয়েছেন ১১২ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, আক্রান্তদের ৫০ দশমিক ৬০ ভাগই ঢাকা মহানগরীর, যার সংখ্যা দুই হাজার ৬০ জন। মহানগরীর বাইরে ঢাকা বিভাগে ১ হাজার ৪৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৬ জন, সিলেট বিভাগে ৪৯ জন, রংপুর বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩৯ জন, বরিশাল বিভাগে ৮৬ জন এবং রাজশাহী বিভাগে ৩২ জন।

ঢাকা মহানগরীর কোথায় এবং কোন বিভাগের কোন জেলায় কতজন আক্রান্ত-এসবের বিস্তারিত তথ্য জানতে এই লিঙ্কে ক্লিক করুন

পিডি/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।